উদ্দীপনা এবং বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে আজ শনিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো এলিফ্যান্ট রোড কমপিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি’র (ইসিএস) নতুন নেতৃত্ব বাছাইয়ের নির্বাচন। ইসিএস’র ২০২৫-২৬ মেয়াদকালের ১১ সদস্যের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ (ইসি) নির্বাচনে ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ সারাদিনই ছিলো উতসবমুখর এবং প্রাণবন্ত আড্ডা।
আজ বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) ইনোভেশন সেন্টারে ইসিএস’র ইসি নির্বাচন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। এবারের নির্বাচনে ৯১৩ জন ভোটারের মধ্যে ৮২৯ জন ভোটার গোপন ব্যালট পেপারের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নিয়েছেন। এর মধ্যে ৯টি ভোট বাতিল হয়। চুড়ান্ত ভোট ৮২১টি।
এবারের নির্বাচনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভোট গণনা করা হয়। যার ফলে অল্প সময়ের মধ্যেই ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষনা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ইউসুফ আলি শামিম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্যদ্বয় মোহাম্মদ শহিদুজ্জামান ও এম এস ওয়ালীউল্লাহ এবং অ্যাপিল বোর্ডের সদস্যদ্বয় গাজী তারেক বিন মনসুর (লিংকু) ও শেখ মো. নজরুল ইসলাম। উল্লেখ্য, আগামীকাল ২৯ ডিসেম্বর (রবিবার) চুড়ান্ত ফলাফল ঘোষনা করবেন নির্বাচন বোর্ড।
ইসিএস’র ইসি নির্বাচনে ৮টি পদে ১৮ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ৪৯৮ ভোট পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে কমপিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশন-২ এর মো. আমিনুল ইসলাম ইমন। সেই সঙ্গে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দিতা হয় সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে। এই পদে আল্ট্রা টেকনোলজি বিডির মো. সোহেল ব্যাপাারি ভোট পেয়েছেন ৪১২ এবং সেফ কমপিউটার্সের মো. ফিরোজ খান ভোট পেয়েছেন ৪০০। মাত্র ১২ ভোটের ব্যবধানে পরাজিত মো. ফিরোজ খান।
ইসিএস এর ২০২৫-২০২৬ মেয়াদকালের ১১ সদস্যের দ্বিবার্ষিক ইসি নির্বাচনে সভাপতি, সহসভাপতি এবং কোষাধ্যক্ষ পদে একক প্রার্থী থাকায় এই তিনটি পদে নির্বাচন হয়নি। বাকি ৮টি ইসি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ল্যান্ড মার্ক কমপিউটার্সের মো. ওয়াহিদুল হাসান দিপু; সহসভাপতি পদে ওয়েলকিন কমপিটার্সের মো. নজরুল ইসলাম হাজারী এবং কোষাধ্যক্ষ পদে কমপিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশনের নাসির আহমেদ।
সাধারণ সম্পাদক পদে জ্যাজি ইন্টারন্যাশনালের মো. ইকবাল হোসেইন পেয়েছেন ৪৩৬ ভোট; মারভেলাস কমপিউটারের মোহাম্মদ নোমান সিকদার পেয়েছেন ৩৭৩ ভোট এবং ন্যানো টেকনোলজির এ কে এম মিজানুর রহমান পলাশ পেয়েছেন ১২ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে কমপিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশন-২ এর মো. আমিনুল ইসলাম ইমন পেয়েছেন ৪৯৮ ভোট এবং ইউনিভার্সেল কমপিউটার বিডির মো. আনিসুর রহমান (শিপন) পেয়েছেন ৩২৬ ভোট।
আইটি সম্পাদক পদে প্রেসিডেন্ট আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তানজিল হোসেইন পেয়েছেন ৪৮৩ ভোট এবং জে আর এস কমপিউটার সিস্টেমের মো. শফিক ইসলাম পেয়েছেন ৩৩৮ ভোট।
প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক পদে বাংলা কমপিউটারের মো. আব্দুল কাদির পেয়েছেন ৪৩৪ ভোট এবং ইসলামিয়া কমপিউটার টেকনোলজির শাহাদাত হোসেইন রায়হান পেয়েছেন ৩৮৮ ভোট।
সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে আল্ট্রা টেকনোলজি বিডির মো, সোহেল ব্যাপাারি পেয়েছেন ৪১২ ভোট এবং সেফ কমপিউটার্সের মো. ফিরোজ খান পেয়েছেন ৪০০ ভোট।
৩টি নির্বাহী সদস্য পদে মাস্টার কমপিউটারের কবির হোসেইন পেয়েছেন ৪৫৮ ভোট; এ কে কমপিউটারের মো. আরশাদ খান পেয়েছেন ৪৪৮ ভোট; সফটকম ইন্টারন্যাশনালের মো. এনামুল কবির পেয়েছেন ৩৮১ ভোট; ফেমাস ভিশন লিমিটেডের মো. নুরুল আবছার পেয়েছেন ৩৩৪ ভোট; ফ্রেন্ডস ল্যাপটপ সলিউশনের মো. শিশির আহমেদ পেয়েছেন ৩০১ ভোট; হাই টেক টেকনোলজি বিডির মো. ফিরোজ আলম পেয়েছেন ২৯১ ভোট এবং এভারগ্রিন টেকনোলজির মো. আনিসুর রহমান পেয়েছেন ২১৭ ভোট।
ইসিএস ২০২৫-২৬ এর নবনির্বাচিত ইসি যারা
সভাপতি ল্যান্ড মার্ক কমপিউটার্সের মো. ওয়াহিদুল হাসান দিপু; সহসভাপতি ওয়েলকিন কমপিউটার্সের মো. নজরুল ইসলাম হাজারী; সাধারণ সম্পাদক জ্যাজি ইন্টারন্যাশনালের মো. ইকবাল হোসেইন; যুগ্ম সাধারণ সম্পাদক কমপিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশন-২ এর মো. আমিনুল ইসলাম ইমন; কোষাধ্যক্ষ কমপিউটার ওয়ার্ল্ড কমিউনিকেশনের নাসির আহমেদ; আইটি সম্পাদক প্রেসিডেন্ট আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তানজিল হোসেইন; প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক বাংলা কমপিউটারের মো. আব্দুল কাদির; সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক আল্ট্রা টেকনোলজি বিডির মো, সোহেল ব্যাপাারি এবং ৩ জন নির্বাহী সদস্য মাস্টার কমপিউটারের কবির হোসেইন; এ কে কমপিউটারের মো. আরশাদ খান; সফটকম ইন্টারন্যাশনালের মো. এনামুল কবির।